এই শীতের দিনের হিমেল হাওয়ায়
তাহাঁর শুষ্ক কেশের উষ্ণ ছোঁয়ায়
মন দোলে মোর উত্তাপে,
তাহাঁর হাতের সোনার কাঁকন
মৃদু মৃদু ঠোঁটের কাঁপন
আমার হৃদয় মাঝে রোদ হাসে।
কনকনে এই শীত প্রভাতে
তার স্নিগ্ধ হাসির কোমল হাতে
একটু পরশ; ক্ষণিক বিভোর থাকি,
ঘন কুয়াশায় মৃদু লজ্জায়
প্রণয়ের রম্য কথায়
দু’ জনার চঞ্চল আঁখি করে মাখামাখি।