যখন তোমার হৃদপিণ্ড থেমে যাবে,
দেহ হবে নিথর,
কেউ কি তোমার থাকবে পাশে?
করবে স্নেহ আদর?
ভালোবেসে ডাকবে কি কেউ
তোমার প্রিয় নামটি ধরে?
রাখবে কি কেউ যতন করে
তোমায় তোমার ঘরে?
জীবন মানে খানিক সময়
জন্ম থেকে মৃত্যুক্ষণ,
জীবন মানে খোদার পরখ
করছো কি তার উপাসন?
এ পৃথিবী মোহ মায়া
চাওয়া-পাওয়ার নিত্য ভয়,
এই পৃথিবী সরাইখানা
অন্য কিছু নয়।