সব বয়সে প্রাণ খুলে হাসা যায় না
এসো দু'জনে মুখোমুখি বসি,
অল্পস্বল্প প্রণয় গল্প করে
পরমানন্দে প্রাণ ভরে হাসি।

হাসিতে হয় রোগ নিরাময়
হৃদয়ের তৃষ্ণা মেটে,
হাসিতে হাসিতে মিষ্টি কথায়
মান অভিমান যায় টুটে।

চাঁদের হাসিতে জোছনা ঝরে
আলোকিত হয় ভুবন,
ফুলের হাসিতে প্রফুল্ল মধুকর
নেচে নেচে গায় গান।

শাপলা ফুল বিলের মাঝে
গোমড়া মুখে থাকে দিনে,
রাতের বেলায় চাঁদের হাসিতে
হাসি ছড়ায় গগনে।

এসো প্রিয়া উল্লাসে হাসো
শোভন করো এ মধুর লগন,
তোমার রক্তিম ঠোঁটের উষ্ণ হাসিতে
ভূষিত হোক মোর যাপিত জীবন।