আমি ভালোবাসি গোলাপ তুমি এনে দিয়ে পদ্ম,
বললে; একবারেই তাজা, আজ সকালে ফুটেছে সদ্য।
আমি বললাম দেখব বৃষ্টি, জল ছোঁয়াবো হাতে,
তুমি বললে, হাত ধুইতে এসো ঘরের ঝর্না স্রোতে।
পূর্ণিমার ওই চাঁদের আলো দেখতে আমার লাগে ভালো,
ইচ্ছে ছিল ওই আলোতে
কইবো কথা হৃদয় হতে
তোমার হাতে হাতটি রেখে হাটবো পাশাপাশি,
কখনো ভাষায় কখনো ইশারায় বলবো তোমায় ভালোবাসি ভালোবাসি।
তাও তুমি করলে বারন,
বললে; আমার মুখটা নাকি চাঁদের মতন!
চাঁদের হাসি চেয়েও স্নিগ্ধ অতি আমার মৃদু হাসি।
সেদিন রাতে আমার হয়েছিল জ্বর শতেক ডিগ্রী এক,
সারারাত তুমি বসেছে শিয়রে ছিল অনিদ্রিত চোখ।
জপেছিলে মনে বিধাতার নাম আমার সুস্থতায়,
আমার সেবায় রাতভর ছিলে অনেক ব্যস্ততায়।
কখনো শাসন কখনো বারণ কখনো করিছ যতন,
এমনি করিয়া কাটিছে সময় কাটুক মোদের জীবন।