হে লজ্জাবতী গাছ
তোর কি লজ্জা আছে আগের মত?
কেউ যদি তোকে ছুঁয়ে দেয়
তোর পাতাগুলো কি হয় সংযত? ঠিক আগের মত?
আমরা মানুষ
আগের মতো আমাদের কিছুই নেই আর
নাই লজ্জা নাই সজ্জা নাই কোন মানবতা
সত্য ও ন্যায় আমাদের মাঝে আজ বড় শঙ্কিত।
আমরা মানুষ
আমাদের মাঝে আগের মত নেই সততা লাজ,
যারা খায় ঘুষ, করে দুর্নীতি, তাদের মানুষ করছে সমাদর, দিচ্ছে তাঁদের মাথায় তাজ।
সত্য পূজারী মিথ্যাবাদী দ্বারা নিত্য হচ্ছে নিন্দিত।
হে লজ্জাবতী গাছ
তোর গাছে ফোঁটে ফুল পাতা হয় বিকশিত অবিরত
লজ্জা সম্ভ্রমে,
তোর লজ্জা থেকে কিছু লজ্জা কি দিতে পারো এই নির্লজ্জ মানবেরে?
যেন তার ছোঁয়ায় "যারা করে অন্যায় আর যারা দেখে, দুহে মিলে হয় লজ্জিত"।।