চলে যাবে? যাও,
যেখানে আনন্দ পাও।
করিব না বাধাদান,
ফিরে এসো যদি কারো ভালোবাসায় খুঁজে পাও ব্যবধান।
চলে যাও,
যদি আরো সুখ চাও,
আমি বিরহে রহিব অবিচল।
ফিরে এসো যদি কারো অবহেলায় তোমার চোখে আসে একটু দুঃখের জল।
আমি দখিনা হাওয়ায় দক্ষিণ দুয়ারে,
আশা নিরাশায় রহিবো দাঁড়ায়ে।
ফিরে এলে নিব হাত বাড়ায়ে
ফের করিব মাল্যদান।