ওদের মুখে থুথু মারো
করে যারা ইভটিজিং,
আদম শ্রেণীর অধম এরা
এদের লাজ লজ্জার নাই ফিলিং(Feeling) ।
বন বাদড়ের পশু তারা
এইতো তাদের পরিচয়,
পরমপরা স্বভাব তাদের
এমনিতে আর বিলীন হয় ?
এরা অসুর বেশে পশুর মতন
করছে সর্বনাশ,
অসহায় নারীর সম্মান তারা
নিত্য করিছে গ্রাস।
ওহে সভ্য ওহে যুব, অন্ধ হয়ো না
চক্ষু খুলিয়া দেখরে,
বনের কুকুরের ললুপ চাহনি
পড়ছে তোদের বোনের তরে।
আজি সভ্য জগতে অসভ্য নরের
এ কেমন কুৎসিত ইতরামি।
দেখিবে কত, সহিবে কত
স্বাধীন জন্মভুমি।
ওহে তরুন , ওহে অরুন, ওহে দুরন্ত যুবক
জগত আর ভিক্ষে চায়না- তোদের একটু নীরব শোক।
আজ জগত খুজিছে ভয়মুক্ত মৃত্যঞ্জয়ী প্রাণ,
যার পদাঘাতে ধুলিতে মরিবে
জগতের সব নররুপী শয়তান।
ওহে যুবক , তুমি কি গো সেই মহাবীর ?
তবে হাতে নাও তলোয়ার
বজ্রাঘাতে বধ কর পৃথিবীর যত
ধর্ষক আর বখাটে ইভটিজার।।