তোমার আত্ম মাঝে আত্মা যাহা
প্রিয়ার চেয়েও প্রিয়,
তাকে কি আর নিত্য সাজাও
যেমনি সাজাও দেহ?
মিশবে দেহ মাটির সাথে
যতই করো আকর্ষণীয়,
আত্মা যাবে মহান সৃষ্টিকর্তার কাছে
হে বন্ধু জেনে নিও।
তাই সত্য দিয়ে আত্মাটাকে
রাখ সদা পবিত্র,
আকাশ যেমন বৃষ্টি দিয়ে
করে আপন বক্ষ মেঘমুক্ত।