সহস্র সন্তান দিলো তাজা প্রাণ এই সে জুলাই মাস,
কেমন করে ভুলবো আমরা সেই সকরুণ ইতিহাস।

আমাদের দেশের সূর্যসন্তান,
বৈষম্যের বিরুদ্ধে দিয়ে গেল প্রাণ,
মৃত্যুকে তারা ন্যায় প্রতিষ্ঠায় করলো উপহাস,
কেমন করে ভুলবো আমরা তাদের গর্বের ইতিহাস।

আমাদের দেশের মেধাবী সাহসী
যেন দেশের রবি শশী
তাদের মরনে আকাশে বাতাসে
আজ বহিছে দুঃখের দীর্ঘশ্বাস।