আমি বিজয়ের ধ্বনি বার বার শুনি সোহরাওয়ার্দী উদ্যানে,
আমি বিজয়ের গান বার বার শুনি বঙ্গ বন্ধুর ভাষণে,
আমি বিজয়ের রূপ দেখি বার বার মুক্তি যোদ্ধার নয়নে,
আমি বিজয়ের সুর বার বার শুনি জয় বাংলা শ্লোগানে।
পদ্মা যমুনায় নৃত্য তরঙ্গ মেঘনায় কলতান ,
রাঙা প্রভাতে দোয়েল শ্যামা পাখিদের মধুর গান,
সহস্র মিছিল ছাত্র জনতা গাহে মুক্তির জয়গান,
বাঙ্গালি জাতি এক হল সবে একটি শ্লোগানে,
জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবের আহবানে,
"জয় বাংলা" শ্লোগানে।।
আজি বিজয় দিবসে বিজয় উল্লাসে গাহি তাহাদের গান,
স্বাধীন করিতে এ দেশ যারা ত্যাগিল তাজা প্রান,
তাদের পায়ে পুস্পাঞ্জলি শ্রদ্বা ভরা প্রানে,
"জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" শ্লোগানে।।