বিজয় হলো বঙ্গবন্ধুর
সৃষ্টিতে তার বাংলাদেশ,
বিজয় হলো মুক্তি যোদ্ধাদের
রক্ষীতে এই সোনার দেশ।
বিজয় এলো ছেলে হারা মায়ের
ব্যথিত বেদন চোখের জলে,
বিজয় এলো বীর মুক্তিযোদ্ধাদের বিরহী প্রেমীর
মান-অভিমান হাসির ছলে।
বিজয় এলো দেশপ্রেমী বাঙ্গালির
স্বাধীনতা-কামি প্রানের টানে,
বিজয় হলো বাংলাদেশ
"জয় বাংলা" শ্লোগানে।।