আমার সুখ দেখে যার দুঃখ আসে
আমি দিতে চাই তারে কিছু সুখ,
আমার সুনাম দেখে যদি কেউ দুর্নাম
রটে হিংসায় তবে রটুক তবু সে সুখী হোক।
হিংসুক আজব জীব সদা থাকে বিমুখে,
এ জগতে কবে তারা কাকে রাখে সুখে?
যত ভালো কাজ করবে ধরবে তারা খুত,
রচিবে তোমার নামে নানান কথা অদ্ভুত।
জগতে যারা ভালো কর্ম করে ধর্ম যারা মানে,
হিংসুক অকর্মন্যা তাদের নিত্য আঘাত হানে।
বাঁকা কটাক্ষে নিঠুর বাক্যে হিংসুক থাকুক সুখী,
আমার মহত্ত্বে রহিব সংযত করব না তাকে দুঃখী।