সাগরের ঢেউয়ের মতো অবিরত তোমার হাসি বহে যাক আমার চোখের 'পরে মুখের 'পরে,
তোমার ঐ স্নিগ্ধ চোখের মিষ্টি হাসির সে কথাটি
থাকুক আমার হৃদয় জুড়ে।
সাগরে সুদুর চাওয়া উদাস হাওয়ায় ব্যাকুলতা,
তোমার ওই গোপন হাসি প্রণয় মনের আকুলতা,
আর কেউ না শুনুক,
কেউ না জানুক কেউ না বুঝুক,
সাগরের ঢেউয়ের মতো ছন্দ জাগুক উপছে পড়ুক,
তোমার হৃদয় খানি আমার তরে। শুধু আমার তরে, জীবন ভরে।