আমি কখনো কারো প্রিয় হতে পারি নি,
না ঘরের না পরের
না নারীর না নরের।
আমি কখনো ভালবাসার পাত্র হতে পারিনি,
না ব্যক্তির না দলের
না আত্মীয়ের না মিত্রের।
আমি কখনো নন্দিত হতে পারিনি
না বন্ধুর না প্রেমিকের
না গোত্রের না সমাজের।
এ জীবন ভর রইলাম পর
ঘরে আর বাইরে,
সত্য বলিয়া হলাম সন্ন্যাসী
ঠাঁই হলো না মোর কারো অন্তরে।