মহারাজ বলল ওহে বীরবল,
গুনতে পারবে? এই দেশেতে কত হবে গন্ডমূর্খের দল?
শোনো বীরবল,  ওরা গণ্ডমূর্খের দল,
যারা গুজব ছড়িয়ে মানুষে মানুষে বাঁধায় গন্ডগোল।
ওরা গণ্ডমূর্খের দল,
যারা মানে না আইন, মানে না নিয়ম-কানুন শৃংখল।
ওরা গণ্ডমূর্খের দল,
যারা যুক্তি মানে না, কথায় কথায় দেখায় অস্ত্রবল।
ওরা গণ্ডমূর্খের দল,
যারা অন্যায়কে সমর্থন করে কথা বলে অনর্গল।
এবার বলো দেখি বীরবল,
এই দেশেতে গণ্ডমূর্খের কত হবে যোগফল?