আর নয় মহামারীর আলাপন, আর নয় মৃত্যু ভয়
এসো আমরা আবার প্রেমের কথা বলি,
আর কত? চলিবে সামাজিক দূরত্ব!!
এসো সব দ্বিধা ভুলে সাহসের সাথে হাতে হাত রেখে আগের মতন একসাথে চলি।
ঐ যে সেই অবারিত মাঠ, পার্ক, নদীর পাড়ে
যেখানে ছিল মানুষের কোলাহল হলাহল,
ছিল শিশু কিশোর কিশোরীর আনন্দ উচ্ছ্বসিত হাসি,
ছিল প্রেম পিয়াসীদের কথার ছন্দে প্রণয় রাশি রাশি,
আজ সেথায় জনশূন্য, নিরব নিস্তব্ধ, দিনরাত কাক আর শিয়ালের ডাক,
এসো চলি,
ভয়ভীতি ভুলে গিয়ে আবারো সেখানে প্রেমের গুঞ্জন তুলি।
মানুষ যদি জীবনকে তুচ্ছ করে জীবিকার সন্ধানে নামে,
তবে প্রেম! সে কি তুচ্ছ এই ধরাধামে?
জীবনের তরে শুধুই জীবিকা?
- হতে পারে তা প্রাণী আর উদ্ভিদের।
কিন্তু আমরা তো মানুষ, "চাই প্রেম এইটুকু ব্যাতিক্রম", উদ্ভিদ আর প্রাণীদের থেকে,
তাইতো আমরা সৃষ্টির শ্রেষ্ঠ এ জগতের।।