১
হে জন্মভূমি, জন্ম থেকেই দেখি
তোর বুকে নির্লজ্জ লুটেরার দল,
কেহ অভাবে কেহ স্বভাবে
কেহ বা লোভে অনর্গল,
লুন্ঠন করিছে গরিবের ধন,
অসহায় মানুষ কাঁদিছে শুধু
নিত্য, হয়ে প্রবঞ্চন।
হায়রে জন্মভূমি,
একি তোর বদ নসীব!
সৃষ্টি থেকেই তোর বুকে
জন্ম নিচ্ছে নির্লজ্জ ঘুষখোর অর্থলোভী জীব।
২
নির্লজ্জ ঘুষখোর, দুর্নীতিবাজদেরকে প্রত্যাহারের উপদেশ!
এ যেন অন্ধকে বর্ণমালা শিক্ষা দেওয়া মাত্র,
তার চেয়ে সেই ভালো যদি করো সাফ
দেশ হবে জঞ্জালমুক্ত।।