নববর্ষের প্রথম দিনের প্রথম রবির আলোয়,
সোনার আলোয় আলোকিত হোক বিশ্ব মানব হৃদয়।
দূর হোক সবার মনের পশুত্ব দূর হোক সব বিদ্বেষ,
হৃদয়ে সবার জাগুক মহত্ব ভালোবাসা অনিমেষ।
ভুলে যাক বিশ্ব সব ভেদাভেদ জাতি-ধর্ম-বর্ণ,
অত্যাচারীর অসীম শক্তির হোক দর্প চূর্ণ।
শুদ্ধ হোক সব ক্রুদ্ধের দল বন্ধ হোক সব যুদ্ধ,
ধরণী হোক প্রেম প্রীতি ভরা হাসিখুশি অনিরুদ্ধ।
এই পৃথিবীতে একটাই জীবন তাইতো চাই শান্তি সুখ,
এ বিশ্ব মায়ের সব শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা সবাই হাসুক,
সবাই হাসুক,
এই পৃথিবী স্বর্গ সাজুক-স্বর্গ সাজুক,
স্বর্গ সাজুক।।