আমার ফুল বাগানে ভ্রমর আসে
মধু খাওয়ার আশে,
আমার বন্ধু নাই যে কাছে
থাকে প্রবাসে।

বসন্তের এই মাতাল হাওয়ায়
কোকিল ডাকে বনের ছায়ায়
সে গানে সুরে আমায় জানায়  
অনেক ভালোবাসে।
হায়রে আমার বন্ধু নাই যে কাছে
থাকে প্রবাসে।

আমার জীবনের এ ফুল বাগানে
ফুটলো যখন ফুল,
বন্ধু তখন বিদেশ গিয়ে
করল এ কি ভুল!
হায়রে করলো এ কি ভুল,
সে ভুলের মাশুল গুনি আমি
রাতে একলা বসে।
আমার বন্ধু  নাই যে কাছে
থাকে প্রবাসে।।