মুক্তিযোদ্ধা মানে অন্যায়ের প্রতিবাদী সাহসী সৈনিক,
মুক্তিযোদ্ধা মানে বঙ্গবন্ধুর বজ্রকন্ঠের প্রতিফলক।
মুক্তিযোদ্ধা মানেই সতত সৎ,
শত্রুর বুলেটের সামনে উদ্ধত মস্তক।
মুক্তিযোদ্ধা মানে মাতৃভূমি রক্ষায় মৃত্যুঞ্জয়ী বীর,
বাংলার মা-বোনের, মানুষের জীবন ও সম্ভ্রম রক্ষক।
"স্বাধীনতা" শব্দের প্রতিটি বর্ণ মুক্তিযোদ্ধাদের রক্ত দিয়ে লেখা,
জাতীয় পতাকার লাল টকটকে রং মুক্তিযোদ্ধাদের রক্ত দিয়ে আঁকা।
বীর মুক্তিযোদ্ধা শব্দটি শ্রদ্ধার এবং ভালোবাসার,
এ বাংলাদেশে আগত-অনাগত সকলের, সর্বকালের।