স্বাধীনতার মাসে,
সবার হৃদয় পূর্ণ হোক শক্তি ও সাহসে।
ন্যায় যাহা নতমুখে করিতে বরণ,
বুদ্ধি হোক মগজে শুদ্ধি হোক মন।
একচোখা, একরোখা দেশে আছে যত,
তাদের চোখের আলো হয় যেন ন্যায়ে আলোকিত।
অন্যায়কে বলুক অন্যায় করুক প্রতিবাদ,
হৃদয়ে সবার জাগ্রত থাকুক দেশপ্রেমবোধ।
স্বাধীনতার মাসে,
স্বাধীনতার সূর্য যেন আরো দীপ্ত হাসি হাসে।