পিছনে নয় সামনে তাকাও যেমনি তাকায় সময়,
সামনে দেখো আরো সামনে যেথায় স্বপ্নময়।
স্বপ্ন তোমার রঙিন যত করো অধ্যবসায় তত,
যতই আসুক ঝড় ঝঞ্ঝা তোমার স্থির থাকুক ব্রত।
লক্ষ্য তোমার বক্ষে থাকুক চক্ষে থাকুক নেশা,
এক আল্লাহর উপর করো নির্ভর হৃদয়ে পুষিয়া আশা।
দুঃসময়ে কেউ হলে সহায় স্মরিও তারে তোমার সুসময়,
কেউ রুক্ষ হয়ে দুঃখ দিলে হইয়ো নাকো বিস্ময়।
ধৈর্য্য ধরো শৌর্য্যের সাথে বিপদ যদি তোমায় ধায়,
মুক্তি চেয়ো বিধাতার কাছে তোমার সকল প্রার্থনায়।
সতত থাকিও সৎ করিও না অন্যায়,
পাপাচার ব্যভিচারে জীবন হয় যে দুঃখময়।
পিতার আদেশ করবে পালন যদি করো পণ,
আমার দোয়া থাকবে সাথে পাবে সুখে জীবন।