তাড়িয়ে দেইনি তোমায়
ফিরিয়ে দিয়েছি,
শব্দার্থের ব্যবধানে বুঝে নিও
তোমায় মনে রেখেছি।
তোমার খুশির চাওয়া যত
ছিল যাহা অসঙ্গত
প্রতিবাদ করেনি তাতে
শুধু প্রত্যাখ্যান করেছি।
তোমার কপোল বেয়ে যবে ঝরেছিল অঝোর অশ্রুজল,
আমার ও চক্ষুযুগল তখন করেছিল টলমল।
তোমার কষ্টে আমি ও কি কম কষ্ট পেয়েছি?
আমি সত্য যাহা সত্যি করে ভালোবেসেছি।
শব্দার্থের ব্যবধানে বুঝে নিও
তোমায় আমি মনের মাঝে মনে রেখেছি।