ওগো মোর প্রিয়, মাঝে মধ্যে খবর নিও
মেসেঞ্জারে লিখো হ্যালো,
হয়তো তোমার একটু সময় হবে অপচয়
তাতে আমার দিনটা যাবে ভালো।

মাঝে মাঝে দিও মিস কল
ভালোবাসো আমায় তুমি অবিরল
এই অবুঝ মনকে বোঝাতে,
মাঝে মাঝে তুমি বলিও আমায়
এই মন শুধু তোমায় পেতে চায়
বিরহের অশ্রুজল ঘুচাতে।

মাঝে মাঝে তুমি জাগিয়ো স্বপ্ন
আমার অন্তরের আঁখিতে,
মাঝে মাঝে তুমি শুনাইও গল্প
কল্পে তোমায় ভাবিতে।

মাঝে মাঝে তুমি দিও ভিডিও কল
দেখিতে আমা-তোমা বিরহ নয়নের জল
স্পর্শ হীন ছোঁয়াতে,
আমি রহিয়া প্রবাস হইবো উদাস
তোমার বিরহ মধুর কথাতে।