কতদিন দেখিনি বৃষ্টি, কতদিন দেখিনি মেঘ
প্রবাসে কাটছে দিন, ক্লান্তিহী্ন শ্রমে,- মরুভূমে
বুঝিনি কাকে বলে প্রেম! কি যে ভাবাবেগ!!
কতদিন দেখিনি সেই মুখ, উম্মুখ হয়ে থাকা
আমার ফিরিবার পথে, মান অভিমানে, ভালবাসা ভরা দুটি ছলছল চোখ।।
হায় পরবাস....., পর করে দিলে সব........,
শুধু অভিনব
স্বপ্নের কাছে,
কেটে যায় বেলা
একেলা একেলা
এই বুঝি এল জীবনসন্ধ্যাক্ষণ।।
(মে দিবসে মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিক বন্ধুদের জন্য লেখা)