ছোটবেলায় পড়েছি, অতিরিক্ত সবকিছু খারাপ
কিন্তু আজকাল কি যে দেখি; ওরে বাপরে বাপ!
সুযোগ পেলে বিড়াল ও সাজতে চায় বনের বাঘ,
ইতিহাস ঐতিহ্যের প্রতি ভুলে যায় শ্রদ্ধা অনুরাগ।

নীল আকাশ সীমাহীন সব পাখি জানে,
তবু তারা উড়ে বেড়ায় সীমারেখা মেনে।
জানে উর্ধাকাশে বেঁচে থাকার নেই অক্সিজেন,
কিন্তু অবোধরা সুযোগ পেলে হারায় এই জ্ঞান।

পুন্য বিদ্যা পাঠ করলে মিলে পূর্ণ জ্ঞান,
জানে তারা শ্রদ্ধেয় জনে দিতে সম্মান।
এ জগতের ইতিহাসে তারাই অমর রয়,
ভালোবাসা শ্রদ্ধায় যারা সত্য কথা কয়।