সাগর পাড়ে বসত তাহার সাগরের মত চোখ,
যত দেখি তায় তবু না ফুরায় সুদূর আনন্দলোক।
ওষ্ঠে তাহাঁর নিত্য মৃদু হাসি চিত্তে আনন্দধাম,
সাগরের ঢেউ বহে যেমনি সানন্দে অবিরাম।
সখ্যতার বশে তাহার সনে ফেসবুকে পরিচয়,
মাঝে মাঝে তাহার সাথে মেসেঞ্জারে কথা হয়।
প্রিয়ংবদা সে, বলে প্রিয় কথা গল্প করে নিরবধি,
বলে; আপনি যদি সাগর হতেন আমি হতাম নদী।
বলি আমি যদি সাগর হতাম তোমাকে করতাম গ্রাস,
তোমার সুন্দর জীবন আমার কাছে হতো সর্বনাশ।
ওগো সুহাসিনী তুমি কি শুনোনি মানুষের আচরণ,
স্বার্থের লোভে মধুবাক্য লোভাতুরেরা করছে বিচরণ।
কেন এত বিশ্বাস আমাতে কেন এত প্রেম ভালোবাসা?
বলে বিশ্বাস মনে জাগিয়েছে শক্তি এসেছে মনে আশা।
প্রিয়ভাষিণীকে কভু হয়নি দেখা ধরেনি তাহার হাতে,
তবুও মনোহরোণীর মধুর বানী হৃদয়ে আসিয়া গাঁথে।