ঈদের শুভেচ্ছা
============
ভালো থেকো মাছে-ভাতে
ভালো থেকো দিনে-রাতে
ভালো থেকো দেহে-মনে
ভালো থেকো প্রিয় জনে
ভালো থেকো ভালো আশায়
ভালো থেকো ভালোবাসায়
ভালো থেকো সৎ পথে
ভালো থেকো ভালোর সাথে
ভালো থেকো মহৎ প্রাণে
ভালো থেকো ন্যায়ের সনে
যতদিন থাকো বেঁচে এই দুনিয়ায়,
ভালো থেকো রইলো দোয়া ঈদের শুভেচ্ছায়।