আজ আকাশেতে চাঁদ হাসছে ঈদ এসেছে বলে,
আজ ধরণীতে আনন্দতে মেতেছে সব
অতীত দুঃখ ভুলে।
আজ মনের যত গোপন বেদন
রাখছে সবাই মনে গোপন
কাটাচ্ছে দিন হাসিমুখে আনন্দের ছলে।
আজ গরিব ধনীর নাই ভেদাভেদ
সবাই জানছে কুশল করছে প্রমোদ
আজ ধরণীতে ভালোবাসা বহিছে সমানতালে।
আজ হাসছে খুকি হাসছে খোকা
হাসছে জ্ঞানী হাসছে বোকা
দিচ্ছে না কেউ কাউকে ধোকা
আজ সবাই আছে সরল মনে
ঈদ এসেছে বলে।।
আজকে যেমন সাজলো ভুবন
থাকুক ভুবন সদাই তেমন
ঈদ চলে গেলে।।