জন্মভূমি হতে দুরে, অনেক দুরে , আরব সাগরের তীরে , বসিয়া আপন মনে
দেখিতেছি দৃষ্টি যায় যতদুর, তার চেয়ে বহু দূর , দেখি স্বপ্ন ভরা নয়নে।
এমন যদি হত আমার দেশ!
যেখানে থাকত না আর লোভ হিংসা বিদ্বেষ,
থাকত না গুম হত্যার ভয়, থাকত না ক্ষুদ্র প্রতিবাদে অপ্রতিবাদ্য রাজরেষ।
থাকত না দুর্নীতি,
থাকত না অর্থ আর ক্ষমতার লোভে ভণ্ড রাজনীতি।
এমন যদি হত আমার দেশ,
দলে দলে যত দ্বন্দ্ব ভুলিয়া করিয়া গলাগলি
হাতে রেখে হাত করতো শপথ শুধু দেশ প্রেমের চেতনায়
সবাই গড়তো স্বদেশ। আমাদের মাতৃভূমি বাংলাদেশ।।