ও আমার সরল অন্তর
দেখিস না আর স্বপ্ন অবান্তর।
ছিন্ন ভিন্ন মতের দেশে সূর্যমামা উঠবে হেসে
আঁধার কেটে আসবে নতুন ভোর।
এমন স্বপ্ন এ দেশেতে বড়ো অবান্তর।।
যে দেশেতে বিনা দোষে
হত্যা করে আবেগ বশে
বছর বছর বৃদ্ধি পায়
দুর্নীতিবাজ আর চোর।
এমন দেশে ভালো স্বপ্ন দেখা অবান্তর।।
স্বপ্ন দেখে রক্ত দিবি
যেমন ছিলি তেমন রবি
হতাশাতে বলে গেলাম
আমি উনিশ একাত্তর(১৯৭১)।
দেখিস না আর স্বপ্ন অবান্তর।।