চাঁদের মত মায়াবী সে তারার মত সুদূর,
দুটি চোখে তার রহস্যে ঘেরা হাসিটা বড় মধুর।
ভরা বর্ষার নদীর মতো অঙ্গে নবীনা ঢেউ,
রঙে ঢঙ্গে কথা বলে সে কন্ঠে ঝরিয়ে মৌ।
বয়স তাহার উনিশ-বিশে যেন বসন্তের নব ফুল,
পাই না উপমা দিতে তুলনা তার সুন্দরের সমতুল।
যদি বলি চাঁদ বাঁধবে বিবাদ চাঁদে ও কলঙ্ক মাখা,
যদি বলি ফুল হবে ভুল ফুলে ও থাকে কালো রেখা।
থাক পড়ে থাক রূপের কথা গুনের কথা বলি,
মুহূর্তেই সে স্বীকার করে নিজের ত্রুটিগুলি।
চন্দ্র কেন দিনে ঘুমায় রাত্রি হলে হাসে,
জানতে চাইলে জানায় সে খুব অনায়াসে।
হাসি খুশি মন নয় সে কৃপণ কারো প্রশংসায়,
মতের অমিলে থাকে সহনশীল তাকায় উদারতায়।
লঞ্চ ভ্রমণে তাহার সনে এই প্রথম পরিচয়,
মুখোমুখি বসে মৃদু মৃদু হেসে কথা হলো বিনিময়।
নাম তার বলবো না আর পড়ে সে ইউনিভার্সিটিতে,
তাকে নিয়ে ভাবনা এলো দিন শেষে আজ রাত্রিতে।
চোখের সাথে চোখের তৃষ্ণা মনের সাথে মন,
অঙ্গ চাহে সঙ্গ তাহার হৃদয়ে বহিছে বসন্তসমীরণ।