বাড়ির পাশে কড়ই গাছে,
কতক বানর সদাই নাচে।
ওহে বানরেরা তোরা চাস কি?
কলা ছাড়া আর খাস কি?
কলা আর দিব না,
যত করিস বাহানা।