তাঁহারা-ই মানব রুপি জানোয়ার
যারা দুর্নীতি করে গড়িছে অর্থের পাহাড়।
এরা লোভী অর্থ পিচাশ, এরা নির্লজ্জ,
এরা অভিশাপ বাংলার(বাংলাদেশের)।
তাঁহারা-ই দেশদ্রোহী, তাঁহারা-ই রাজাকার,
যারা অন্যায় ভাবে দেশের অর্থ-সম্পদ করে বিদেশে পাচার।
হউক তারা যত বড় বিদ্বান্
কিংবা ক্ষমতাবান
এদের করিও না সম্মান;
ইহ-পরকালে ঘৃণিত এরা পাবে নাকো পরিত্রাণ,
বিশ্বস্রষ্টা করিবে নিশ্চয় এদের দণ্ডদান।।