নিন্দুকেরে নয়তো নিন্দা যদি সামনে এসে,
ভুলগুলো মোর বয়ান করে মৃদু মৃদু হেসে।
উপদেশে আদেশ করে হতে সংশোধন,
অনন্তর শ্রদ্ধা তারে ভাববো প্রিয়জন।
পিছে যারা ছি ছি করে বিশ্রী দাঁতের দল,
আমড়া কাঠের ঢেকি ওরা শুধু বাঁধায় গন্ডগোল।
চিত্ত এদের নিত্য দহে হিংসায় দারুন দহন,
কাটুক তাদের জীবন কাটুক করে মিথ্যা প্ররোচন।
মহৎ যারা ব্যস্ত থাকুক কাজকে ভালোবেসে,
নিন্দুক থাকুক নিরানন্দে জীবন তাদের মিছে।