হৃদয় খানি শুন্য ছিল নীল আকাশের মত,
কল্পমনের স্বপ্নগুলো সেথায় উড়তো অবিরত।
হঠাৎ করে তুমি এসে একটুখানি ভালবেসে
কোথায় যেন হারিয়ে গেলে উল্কাপিন্ডের মত।

এখন আমার হৃদয় মাঝে সদাই বাজে তোমার পদধ্বনি,
কল্পমনের নয়ন মাঝে হরেক সাজে দেখি তোমার নিত্য আগমনী।
ক্ষণিকের তরে দুলিয়ে হৃদয় কোথা গেলে হে প্রণয় প্রলয়,
ফিরে এসো যদি ভালোবাসো মোরে থেকো না ছলনায়।