শিয়াল পন্ডিত রাত্রি হলে সাজে কর্মবীর,
দিনের বেলায় ঘুমিয়ে থাকে রাত্রে সে অস্থির।
হুক্কা হুয়া হুক্কা হুয়া ডাকে অন্ধকারে,
সুযোগ বুঝে গোপনে সে মুরগি চুরি করে।
শিয়াল পন্ডিত বড় চতুর বুদ্ধি আছে বেশ,
বনের পশুর বিপদ হলে দেয় সে উপদেশ।
শিয়াল পন্ডিত লোভী ভীতু নাইকো তার নীতি,
যখন যে বনের রাজা সদা গায় সে তার গীতি।
এই দেশেতে শিয়াল মনা  বুদ্ধি যাদের আছে,
তারাই থাকে রাজ স্নেহে পরম আনন্দে বাঁচে।