আগে যারা সুখী ছিল
যাদের মুখে হাসি ছিল
তারা এখন কাঁদে,
আগে যারা দুঃখী ছিল
চোখের জলে হেঁটেছিল
তাদের দিন কাটে এখন অনেক আহ্লাদে।
আগে যারা পেত ফুলের তোড়া
সাথে পরী ছিল জোড়া জোড়া
তারা এখন অবহেলিত,
আগে যারা ছিল কারাগারে
দিন কাটতো পুলিশের অত্যাচারে
এখন তারা অনেক সন্মানীত।
আগে যারা ছিল বীর সাহসী
তেজদীপ্ত হাসি খুশি
তারা এখন পালিয়ে বেড়ায় ভয়ে,
আগে যারা ছিল গোপন
জীবন ভয়ে করত রোদন
তারা এখন ঘুরে বেড়ায় বীর পালোয়ান হয়ে।
এই দুনিয়ার গোলক ধাঁধায়
কখন কেবা কি হয়ে যায়
এ কথাটা কেউ ভাবে না ভবে,
একটুখানি ক্ষমতা পেলে
সবাই যায় অতীত ভুলে
ব্যস্ত থাকে প্রতিহিংসা আর লোভে।