এই দেশে আজকাল কত দিবসেই না পালিত হয়
নানা রঙে নানা বিচিত্রে
হয় শুভেচ্ছা বিনিময়,
দেওয়া নেওয়া হয় হরেক রঙের উপহার,
তবে হোক না আর একটি দিবস
"সত্য দিবস"
সত্য কথা বলুক সবাই
মিথ্যা হোক পরিহার।
কিংবা একটি দিবস
"দুর্নীতি মুক্ত দিবস"
এই দিনে বন্ধ হোক
অবৈধ চাওয়া-পাওয়া, দেওয়া -নেওয়া
সৎ নীতিতে থাকুক সবাই
বছরের একটা দিন এ দেশে কাটুক চমৎকার।