পাড়া গাঁয়ের সেই ছেলেটি
হারিয়ে গেছে কবে,
কেউ জানে না জানল সবাই
দস্যু এল যবে।
সেই ছেলেটির সাহস ছিল
শক্তি ছিল
ন্যায়ের প্রতি ভক্তি ছিল
তাই দেখলে অপরাধ,
সবার সাথে যোগসাজশে
অরুণ তরুণ মিলেমিশে
দুঃসাহসে করতো ছেলে
দারুন প্রতিবাদ।
একদিন সে হারিয়ে গেল
কিংবা কোথায় চলে গেল
কেউ বা ধরে নিয়ে গেল
অজানা কেউ এসে,
গাঁয়ের লোক খুঁজলো না আর
দেখলো না আর এধার ওধার
কি জানি কি ভেবে তারা
ভুলে গেল শেষে।
এখন মাঝে মাঝে ওই গ্রামে দস্যু এসে
লুটে নিচ্ছে সব,
সাহস করে কেউ করেনা
একটু প্রতিবাদী কলরব।
গাঁয়ের লোকে এখন শোকে
চোখের জলে ভাসে,
তারা স্বপ্ন দেখে স্বপ্নলোকে
(সাহসী ছেলে) আসবে ফিরে সে।