এসেছে বৈশাখ
আকাশে জমাট বাঁধুক ঘন কালো মেঘ ,
সেই মেঘের বজ্রাঘাতে
নির্মূল হউক সব দুর্নীতিবাজ,খুনি আর ধর্ষক।
এসেছে বৈশাখ
বহে যাক এলোমেলো এক প্রচন্ড বাতাস,
সে বাতাসে মুছে যাক সবার মন ও মগজ হতে
লোভ, হিংসা ও বিদ্বেষ।।
এসেছে বৈশাখ
আসুক এক প্রচন্ড ঝড় তুফান,
সেই তুফানে নিঃশেষ হউক সব উৎপীড়ক-নিপীড়ক
শুধু বেঁচে থাকুক নির্মল প্রান।
এসেছে বৈশাখ
মৃদুমন্দ হিমেল হাওয়ায়
ডাকুক পাখি বৃক্ষ শাখায়
পাতায় পাতায় গাছের ডালে
ভরে উঠুক ফুল ও ফলে
শ্যামল বাংলার সবার হৃদয়
বিমল হোক কোমল হোক
মানব হৃদয়ে মানবতা জাগুক।