যদি কেউ আমায় ধর্মান্ধ বলে
আমি তাতে বেজায় খুশি,
আমি তো স্বার্থান্ধ নই
চলি না অন্যের মন তুষি।

যদি কেউ আমাকে ধর্মান্ধ বলে
তাতে পাই আমি আনন্দ,
আমি তো করি না অন্যায় অবিচার
যেমনি করে বিবেকান্ধ।

যদি কেউ আমায় ধর্মান্ধ বলে
আমি তখন শান্ত হয়ে রই,
আমি এক রোখা দলান্ধের মতো,
শুধু নেতার মতে সর্বক্ষণ করি না হৈচৈ।

ধর্মান্ধ মানে অন্য ধর্মের প্রতি বিরোধ নয়
ধর্মান্ধ মানে ধর্মের বাণী মেনে চলা,
সকল ধর্মেই আছে শান্তির বাণী
আছে উপদেশ অহিংসায় পথচলা।

তোমরা যারা মানব ধর্ম বলো
দেখেছি তোমাদের মানব ধর্মের রূপ,
ফিলিস্তিন আর সিরিয়ার নির্যাতনে
মানব ধর্মের পন্ডিতরা ছিল নিশ্চুপ।

তাই যদি কেউ আমায় ধর্মান্ধ বলে
তাতে আমি অনেক খুশি হই,
আমি তো আধুনিক মানব ধর্মের মত
যুগের হুযুগের সমর্থক নই।