আরো একটুখানি দাও আলো,
হে প্রভু,
দাও আরো একটুখানি আলো,
যে আলোর ছোঁয়ায় এই পৃথিবীর থাকবে সবাই ভালো।
দাও একটুখানি হিমেল হাওয়া
মিশিয়ে তোমার দয়ার ছোঁয়ায়
সেই হাওয়ায় হাওয়ায় যাক ঘুচে যাক
ভুবন থেকে অসুর আঁধার কালো।
দাও একটুখানি বজ্রবৃষ্টি আগুন সৃষ্টিতে,
তার ছোঁয়ায় দুর্নীতিবাজ নির্লজ্জরা যাক মরে যাক চোখের দৃষ্টিতে।
যারা তোমার ভুবন ভরে
করে মিথ্যা প্রলাপ দম্ভস্বরে
কন্ঠ তাদের রোধ করে দাও
মনে দহন জ্বালো।।