যদি তুমি জাতীয় পতাকাকে সম্মান করো,
যদি তুমি জাতীয় সংগীত ভালোবেসে গাও,
যদি তুমি সত্যি দেশকে ভালোবাসো,
যদি তুমি দেশের মানুষকে ভালোবাসো,
যদি তুমি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাও,
যদি তুমি দেশের বিচার ব্যবস্থা স্বাধীন চাও,
যদি তুমি প্রচার মাধ্যমের স্বাধীনতা চাও,
যদি তুমি নির্ভয়ে কবিতা লিখতে চাও,
যদি তুমি নির্ভয়ে মত প্রকাশ করতে চাও,
যদি তুমি স্বৈরাচার মুক্ত দেশ চাও,
তবে তুমি দলপ্রেমী নয় দেশপ্রেমিক হয়ে কথা বলো।
মনে রেখো দলপ্রেমিক দুর্নীতি করে,
সুযোগ বুঝে দল পাল্টায়,
দেশপ্রেমিক দেশের জন্য জীবন দিয়ে বেঁচে থাকে মানুষের হৃদয়ে ইতিহাসের পাতায় পাতায়
ভালোবাসা আর শ্রদ্ধায়।