দুঃসময়;
তুমি সময়ের মহাশয়,
আপন এর মাঝে আপন চিনিতে
তুমি করিয়াছ মোরে সহায়।

তুমি শিখায়েছো মোরে একলা চলিতে
পথের দুঃখ পথে ই ভুলিতে
বুঝিয়ে দিয়েছো সুসময়ে সবে থাকবে কাছে
অসময়ে কেহ নয়।

দুঃসময়
অন্নে বস্ত্রে‌,
দিয়েছো প্রেরণা নিঃসংকোচে;
করতে কাজ যেথায় সেথায়
সৎ ও কঠিন শ্রম ও মেধায়
দূরীভূত করেছো আমার
মনে ছিল যত সংশয়।

দুঃসময়
তুমি বিধাতার দেওয়া বিশ্বমাঝে
মানুষ চেনার কষ্টিপাথর-অনবলোকিত এক বিস্ময়,
তোমার কারনেই বিশ্বমানব
সৃজনশীল কর্মশীল যত্নশীল
এ ভুবন গতিময় আর আনন্দময়।