দাও আরো জ্ঞান, দাও আরো জ্ঞান,
মোর মন ও মগজে হে চির মহান।
মোর দেহ-চিত্ত, যেন নিত্য,
হয় তোমার তরে বলিদান।
হৃদয়ে আমার জাগাও প্রভু তোমার প্রেমের তৃষা
মোর কন্টক পথ শোভিত করো, দাও তোমার পথের দিশা
অন্তর মোর করো সুন্দর
করো শয়তান হতে পরিত্রান।
দূর করো মোর লোভ ও হিংসা
যদি হৃদয়ে জাগে কভু,
কেহ বা বাদশা কেহ বা ফকির
সবই তোমার ইচ্ছায় প্রভু।
আমি চাইনা প্রভু রাজা-বাদশাহ হতে
ক্ষনিকের এই দুনিয়াতে
শুধু চাই প্রভু ইহ-পরকালে
দাও মোরে কল্যাণ। হে চির মহান।।