তিনি আল্লাহ পরম দয়ালু তিনি আমার রব,
দৃশ্য-অদৃশ্য আজ আগামী তিনি জানেন সব।
তিনি শাস্তিদাতা শান্তিদাতা মহা শক্তিধর পরাক্রমশীল,
তিনি-ই প্রভু অতি পবিত্র অতি দয়াবান তিনি ক্ষমাশীল।
তিনি-ই করেন ত্রাণ-পরিত্রাণ তিনি-ই রক্ষাকারী,
প্রাণীকুলের আকৃতি প্রকৃতি তিনি নির্ধারণকারী।
ভুবনে গগনে গ্রহ নক্ষত্রে প্রাণীকুল আছে যত,
সৃষ্ট সবাই তাহার প্রশংসায় থাকে দিন-রাত অবিরত।
বিশ্বের যত সুন্দর নাম সব বিধাতার নামেই হয়,
তিনি প্রভু এক আল্লাহ যিনি পরাক্রান্ত মহা প্রজ্ঞাময়।