সহে গেছে সব
দিনে রাতে মশার কামড়
বক্তৃতা বিবৃতি অবান্তর
শুনি যতসব,
সহে গেছে সব।
সহে গেছে ট্র্যাফিক জ্যাম
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতি দাম
দুর্নীতিবাজ আর কালোবাজারিদের উৎসব
রক্ষক এর রুক্ষ ভাব
সহে গেছে সব।
সহে গেছে সবার স্বেচ্ছাচারিতা
অনর্থক অতি কথা
কথায় কাজে হঠকারিতা
মানুষের কুৎসিত লোভ
সহে গেছে সব।
সহে গেছে সবকিছু
চলি মাথা করে নিছু
বড় ভয় যদি পিছু
করে কেউ বৈরী ভাব
তাই করিনা তো কলরব।
আমার না হয়
সহে গেছে
সবার কি বয়ে গেছে!
মেনে নেবে সব?