কেউ বা বলে ছয়
কেউ বা বলে নয়,
মন কাঁপে মোর থর থর
কি যে সত্য হয়!
কেউ বলে গুজব ওসব
কেউ বলে সত্য যে সব,
কেউ বলে এ যে ষড়যন্ত্র
আর কেউ বলে বিপ্লব।
শুধু বাদ অপবাদ, শুধুই বিতর্ক
এপার ওপার হতে,
করে কানাকানি চলে হানাহানি
দিন কাটে সংঘাতে ।
হায়রে বাংলাদেশ!
এমনি করিয়া তোর বুকে শুধু চলিবে কি বিদ্বেষ?