বাজারে যাই চোখ ভর্তি তৃষ্ণা নিয়ে।
কাঁচা বাজার, মুদির দোকান সবকিছু ঘুরি।
ঐখানে পণ্য নয় আমাদের স্বপ্নগুলো ঝুলানো থাকে।
আলকাতরার কালো অন্ধকার মেখে ফিরে আসি ঘরে; স্বপ্নগুলো আমার হাত থেকে চলে গেছে বহুদূরে
চুপিসারে নিজেকে বলি -
একদিন স্বপ্নগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে আসবো।
তারপর কাগজে কিছু চাল,ডাল,তেল এঁকে পানি দিয়ে গুলিয়ে খেয়ে ফেলি।
জানি,উন্নয়নের দেশে নাভি অব্দি ডুবে গ্যাছে মানুষ
স্বপ্ন পোড়ানোর আক্রোশে।